চিরনিদ্রায় গণ-অভ্যুত্থানের বীর শরিফ ওসমান হাদি: ঢাবি প্রাঙ্গণে দাফন সম্পন্ন
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অন্যতম সাহসী মুখ এবং তরুণ নেতা শরিফ ওসমান হাদি আর নেই। অশ্রুসজল চোখে লক্ষ লক্ষ মানুষ তাকে শেষ বিদায় জানিয়েছে। রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
জানাজায় লাখো মানুষের ঢল
শরিফ ওসমান হাদির শেষ বিদায়ে মানুষের ভালোবাসা ছিল অভূতপূর্ব। দাফনের আগে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ অংশ নেন। জানাজা শেষে তার মরদেহ একটি শোক র্যালির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হয়।
ঢাবিতে দাফন ও বিশিষ্টজনদের উপস্থিতি
বিকেল ৩টার দিকে হাদির মরদেহ ঢাবি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছায়। এরপর বিকেল ৩টা ৫০ মিনিটে কবির সমাধির পাশে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন:
অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আবু সাদিক কায়েম, ডাকসু ভিপি।
মাহমুদুর রহমান, সম্পাদক, দৈনিক আমার দেশ।
আখতার হোসেন, নেতা, জাতীয় নাগরিক কমিটি।
হাসনাত আব্দুল্লাহ ও মুহাম্মদ আবদুল্লাহ আল জাবেরসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
শোকাতুর পরিবেশ ও শেষ শ্রদ্ধা
দাফন চলাকালীন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন, সহযোদ্ধা এবং সাধারণ মানুষ অশ্রুসজল চোখে এই বীরকে বিদায় জানান। জনসমাগম এতই বেশি ছিল যে, অনেককে কবরস্থানের বাইরে দাঁড়িয়েই মোনাজাতে অংশ নিতে দেখা যায়।
২০২৪-এর বিপ্লবের ইতিহাসে শরিফ ওসমান হাদির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার ত্যাগ ও সাহস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা হয়ে থাকবে।
শরিফ ওসমান হাদি, গণ-অভ্যুত্থান ২০২৪, ঢাকা বিশ্ববিদ্যালয় দাফন, Sharif Osman Hadi, July Revolution Bangladesh ,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, মানিক মিয়া অ্যাভিনিউ জানাজা, হাসনাত আব্দুল্লাহ, আবু সাদিক কায়েম, অধ্যাপক নিয়াজ আহমেদ খান, মাহমুদুর রহমান, ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক কমিটি

0 Comments